Scholarship Update: সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

পশ্চিমবঙ্গ সরকারের Higher Education Department সম্প্রতি SVMCM এবং Aikyashree Scholarship নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। এই আপডেট অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে যাদের Supplementary (Supply) Exam হয়েছে, তাদের ওপর প্রভাব ফেলতে পারে।

এই আপডেটে স্পষ্ট বলা হয়েছে যে Supplementary paper থাকা শিক্ষার্থীরা SVMCM Renewal-এর জন্য যোগ্য নন। West Bengal Higher Education Department-এর নিয়ম অনুযায়ী, যদি কেউ Supplementary পায় তবে তাকে Fresh category-তে আবেদন করতে হবে, শর্ত হলো—সেই স্কলারশিপ স্কিমের সব criteria পূরণ করতে হবে।

স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে 1st এবং 2nd Semester বা Annual Exam প্রথম চেষ্টায় পাস করতে হবে। কারও কাছে Supplementary paper থাকলে তিনি SVMCM-এর অধীনে Fresh বা Renewal—কোনোভাবেই আবেদন করতে পারবেন না।

তবে, যদি কারও রেজাল্ট প্রথমে Supplementary দেখায় কিন্তু পরবর্তীতে Review-এর মাধ্যমে পাস হয়ে যায়, তাহলে তিনি SVMCM Aikyashree Scholarship-এর জন্য আবেদন করতে পারবেন, শর্ত হলো Revised Result-এ প্রথম চেষ্টায় পাস দেখাতে হবে।

যারা Supplementary paper Supply Exam দিয়ে পাস করেছেন, তারা SVMCM-এর জন্য যোগ্য নন, কারণ এই স্কিমে প্রথম চেষ্টায় পাস হওয়া বাধ্যতামূলক। তবে যাদের Supplementary ছিল কিন্তু প্রতিষ্ঠান থেকে Next Class-এ প্রমোট করা হয়েছে, তারা Post Matric, Merit-cum-Means (MCM) বা TSP Scholarship-এর জন্য Fresh আবেদন করতে পারবেন, যদি সেই স্কিমের নির্ধারিত শতাংশের মানদণ্ড পূরণ হয়।

এখানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য একটি ভালো খবরও আছে—যদি আপনার Backlog বা Supplementary থাকে কিন্তু Next Class-এ প্রমোশন পাওয়া যায় এবং আপনার Academic Percentage 50% বা তার বেশি হয়, তাহলে আপনি Merit-cum-Means Scholarship (Engineering, Medical বা অন্য কোনো Professional Degree Course-এর জন্য) অথবা Post Matric Scholarship (অন্যান্য General Course-এর জন্য) এর জন্য যোগ্য হবেন।

Leave a Comment