WBMDFC অবশেষে SVMCM Aikyashree scholarship renewal-এর সময়সীমা বাড়িয়েছে, ২০২৪-২৫ academic year-এর জন্য নতুন application ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, শিক্ষার্থীদের সুবিধার্থে, শুধুমাত্র renewal application-এর সময়সীমা বাড়ানো হয়েছে।
Post-Matric, Merit-cum-Means এবং Swami Vivekananda scholarship renewal-এর সময়সীমা ১৫ জুলাই ২০২৫ নির্ধারণ করা হয়েছে। Post-Matric এবং Merit-cum-Means scholarship-এর জন্য, আপনার application renewal করার সময় কোনও marksheet upload করার প্রয়োজন নেই। অতএব, আপনি আপনার marksheet-এর soft copy দিয়েই application টি complete করতে পারেন।
***Applications with respect to POST MATRIC, MCM and SVMCM Renewal applications only for the Academic year 2024-25 can be made till 15th July, 2025.***
বিগত বছরগুলিতে Aikyashree স্কলারশিপ এর সময়সীমা সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বাড়ানো হতো। কিন্তু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক ভিন্ন চিত্র দেখা গেছে। এই বছরের জন্য নতুন আবেদনপত্র নেওয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। নতুন আবেদন এবং রেনুয়াল আবেদনের শেষ তারিখ ছিল ৩০ জুন।
যদিও স্কুল পর্যায়ের বেশিরভাগ ফ্রেশ ও রেনুয়াল আবেদন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু কলেজ স্তরের অনেক শিক্ষার্থী এখনও সমস্যায় রয়েছেন। যেমন Burdwan University-র মতো কিছু বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষার্থীদের মার্কশিট বিতরণ করেনি। তবে সূত্রের খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত মার্কশিট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে রেনুয়াল এর সময়সীমা আরও বাড়ানো হবে কিনা, সে বিষয়ে কোনও অফিসিয়াল নিশ্চয়তা নেই।
এই কারণে, শিক্ষার্থীদের উচিত তাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়কে ১৫ জুলাইয়ের মধ্যে মার্কশিট বিতরণের জন্য অনুরোধ করা। যদি ইনস্টিটিউট নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট না দেয়, তাহলে আবেদন রেনুয়াল করা সম্ভব হবে না।
যদি কেউ ১৫ জুলাইয়ের আগেই তাদের মার্কশিট না পান, তবে অনলাইনে পাওয়া সফট কপি প্রিন্ট করে কলেজের প্রিন্সিপাল বা রেজিস্ট্রার ইনচার্জের মাধ্যমে সিগনেচার ও স্ট্যাম্প করিয়ে আপলোড করতে পারেন। যদিও এইভাবে আবেদন করলে ইনস্টিটিউট এবং জেলা পর্যায়ে তা ভেরিফায়েড হলেও, স্টেট লেভেলে গিয়ে ডিফেক্টেড দেখাতে পারে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।
পরবর্তীতে যখন আপনি অরিজিনাল মার্কশিট পাবেন, তখন সেটি আবার অনলাইনে আপলোড করতে হবে। সেক্ষেত্রে কলেজে নতুন করে কিছু জমা দেওয়ার প্রয়োজন নেই। স্টেট লেভেল থেকে সরাসরি ভেরিফায়েড করা হবে।
For more details, visit: click here