প্রত্যাশিতভাবেই, MAKAUT 2025 pass-out শিক্ষার্থীদের জন্য Provisional Degree Certificate প্রকাশ শুরু করেছে। Final Result ঘোষণার মাত্র এক সপ্তাহ পরেই এই option দেওয়া হয়েছে।
যারা Final Semester pass করেছেন, তারা Result বিভাগে MAKAUT Student Portal-এ login করে নিজের Provisional Certificate download করতে পারবেন।
এই Certificate চাকরি, Higher Studies, অথবা Graduation-এর official proof হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি Certificate এখনও portal-এ দেখা না যায়, চিন্তার কিছু নেই। খুব শীঘ্রই এটি available হবে, বিশেষ করে যাদের Academic Record-এ backlog বা MAR সম্পর্কিত কোনও সমস্যা নেই। তবে, কয়েক দিন পরেও Certificate দৃশ্যমান না হলে, নিজের College Authority-র সাথে যোগাযোগ করা উচিত।
আরও update-এর জন্য সাথে থাকুন এবং এই বছর যেসব বন্ধু Graduation complete করেছে, তাদের সাথে post টি share করতে ভুলবেন না।