MAKAUT Result 2025: অবশেষে মিলল ফলাফল প্রকাশের স্পষ্ট ইঙ্গিত! বিস্তারিত জানুন

আমরা আগেই জানিয়েছিলাম, MAKAUT-এর Even Semester ফলাফল জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। এবার সেই সম্ভাবনাই আরও জোরালো হয়েছে, কারণ MAKAUT স্টুডেন্ট পোর্টালে Even semester Exam ফর্ম সংক্রান্ত আপডেট ইতিমধ্যেই দেখা যাচ্ছে।

সাধারণভাবে, MAKAUT ফলাফল প্রকাশের ঠিক আগে স্টুডেন্ট পোর্টালে “Exam Form Preview – Not Available” মেসেজটি দেখা যায়। এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ (2রা জুলাই ২০২৫) থেকে এই Exam Form Preview Not Available লেখাটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফর্মে দেখা যাচ্ছে।

আগের অভিজ্ঞতা অনুযায়ী, এই স্ট্যাটাস দেখা দেওয়ার ১-২ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হয়ে থাকে। তাই, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীরাও তাদের পরীক্ষার ফর্মে একই Exam Form Preview Not Available লেখাটি দেখতে পাবেন।

এই ধরনের আপডেট সাধারণত ফলাফল প্রকাশের একেবারে শেষ ধাপে আসে। ফলে, অফিসিয়াল প্যাটার্ন ও আগের সেমিস্টারের রেকর্ড অনুযায়ী, MAKAUT-এর Even Semester ফলাফল ৪ জুলাই থেকে ৭ জুলাই ২০২৫ এর মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আপনারা যারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা এখন থেকেই প্রস্তুত থাকুন। পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পরপরই রেজাল্ট চেক করতে পারবেন MAKAUT Student Portal এ Result সেকশন থেকে।

এই তথ্যটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সময়মতো রেজাল্ট সম্পর্কে আপডেট পায়।

For more details visit: click here

Leave a Comment